দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রদর্শনী কাছাড় কলেজে
আসাম বিশ্ববিদ্যালয় এবং কাছাড় কলেজের পদার্থবিদ্যা বিভাগের যৌথ উদ্যোগে আগামী ৩১শে জানুয়ারি (বুধবার) কাছাড় কলেজে বিশ্ববিদ্যালয়ের টেলিস্কোপের সাহায্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থাপনায় রয়েছে ‘উই দ্য পিপল বরাক ভ্যালি’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে সন্ধ্যা ছয়টা বাইশ ঘটিকায় আর চলবে সন্ধ্যা সাতটা আটত্রিশ পর্যন্ত। এছাড়াও রয়েছে ‘সুপার ব্লু ব্লাড মুন’ শীর্ষক বিরল মহাজাগতিক ঘটনা নিয়ে একটি আলোচনা সভা যেখানে অংশগ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপকবৃন্দ। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা পাচ ঘটিকায়। এই অনুষ্ঠানে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।